ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বটগাছের নিচে বসে থাকা নারীকে তল্লাশি করে মিলল ৭ হাজার ইয়াবা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
বটগাছের নিচে বসে থাকা নারীকে তল্লাশি করে মিলল ৭ হাজার ইয়াবা 

বরিশাল: বটগাছের নিচে বসে থাকা এক নারীকে তল্লাশি করে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

তার নাম কল্পনা বেগম (৩৩)।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের মোতালেব হোসেন সিকদারের স্ত্রী তিনি।

রোববার (০২ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সরকারি পরিচালক মো. এনায়েত হোসেন।  

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে নতুনহাট বাজারে অভিযান চালানো হয়। এসময় বাজারের জগবন্ধু ডেকোরেটরের সামনের বটগাছের নিচে গোল চত্বরে বসা অবস্থায় কল্পনাকে ঘেরাও করা হয়। এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কল্পনা বেগম দীর্ঘদিন যাবত মাদক কারবার চালিয়ে আসছিলেন জানিয়ে সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন,  এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে বাবুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।