ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে শ্রম আদালতের কার্যক্রম শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
নারায়ণগঞ্জে শ্রম আদালতের কার্যক্রম শুরু

নারায়ণগঞ্জ: শ্রমিক অধ্যুষিত এলাকা বা প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে শুরু হয়েছে শ্রম আদালতের কার্যক্রম।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে আদালতের কার্যক্রম শুরু হয় ১২টি মামলার মাধ্যমে।

নারায়ণগঞ্জের আজমেরীবাগ এলাকার ট্যাক্সেসবার অ্যাসোসিয়েশন সংলগ্ন শাহজাদা ভবনে স্থাপিত এ আদালতে কার্যক্রম চলবে নিয়মিত।

কিশোরগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ এ চার জেলা নিয়ে বিচার কার্যক্রম চলবে। চারটি জেলার বিচার প্রার্থী শ্রমিক ও মালিক এখানে এসে মামলার কার্যক্রমে অংশ নেবেন।

আজ ১২টি মামলা পরিচালনার শুরুতে সেগুলোর ফাইলিং করা বাংলাদেশ টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল আদালতের কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ শ্রম আদালতের চেয়ারম্যান তথা জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করবেন কিরণ শংকর হালদার।  

অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল বলেন, নারায়ণগঞ্জে প্রচুর শ্রমিক ও ব্যাপক শিল্প প্রতিষ্ঠান। এ নিয়ে অনেক মামলা আমাদের ঢাকায় গিয়ে সমাধান করতে হয় কার্যক্রমে অংশ নিতে হয়। এখন থেকে সে সমস্যা সমাধান হলো। এটি আমাদের ১৫ বছর আগের দাবি ছিল যা আজ বাস্তবায়ন হলো।

এদিন বিচার কার্যক্রমে অ্যাডভোকেট শাহনাজ পারভীন হীরা, অ্যাডভোকেট ইখতিয়ার হাবিব সাগর, অ্যাডভোকেট এম. এ আউয়াল রিন্টু প্রমুখ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।