ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাদকাসক্ত রোগীদের ইফতার দিলেন ফরিদপুর জেলা প্রশাসক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
মাদকাসক্ত রোগীদের ইফতার দিলেন ফরিদপুর জেলা প্রশাসক

ফরিদপুর: সমাজে অনেকটা অবহেলিত হয়েই বেঁচে থাকতে হয় মাদকাসক্ত রোগীদের। কেউই তাদের পাশে তেমন দাঁড়াতে চান না।

তবে, এবার তাদের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার।

সোমবার (০৩ এপ্রিল) বিকেলে ফরিদপুরের মাদকাসক্ত রোগীদের জন্য ইফতার ও রাতের খাবার নিয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে যান তিনি।

এ সময় ফরিদপুর শহরের পদ্মা ও রিহ্যাবিলিটেশন কেয়ার নামের দুইটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের চিকিৎসাধীন রোগীদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। সঙ্গে এ দুই নিরাময় কেন্দ্রের শতাধিক রোগীদের মধ্যে ইফতার ও রাতের খাবার বিতরণ করেন ডিসি কামরুল আহসান।

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার বলেন, মাদকাসক্ত এই মানুষগুলো এ সমাজেরই অংশ। তাদের সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষেত্র সৃষ্টির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এর মাধ্যমেই তাদেরকে সমাজের মূলধারায় পুনর্বাসিত করা সম্ভব হবে।

এ সময় তার সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বিপুল চন্দ্র দাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেনসহ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।