ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় আগুনে পুড়লো বসত ঘর, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
ভোলায় আগুনে পুড়লো বসত ঘর, নিহত ১

ভোলা: জেলার ওয়েস্টার্ন পাড়ায় আগুনে পুড়ে গেছে একটি গোডাউনসহ পাঁচ বসতঘর। এ সময় প্রচণ্ড ধোঁয়ায় অসুস্থ হয়ে ইব্রাহিম (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি আগুন দেখতে এসেছিলেন।

সোমবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০ টায় বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ভোলা ফায়ার সার্ভিসের চার ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ১০ টার দিকে ওই এলাকার আলী হোসেন নামে এক ব্যবসায়ীর তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়লে এলাকাবাসী সেটি নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণেিএকটি গোডাউনসহ পাঁচটি ঘর পুড়ে যায়। আগুন নেভাতে জেলা পুলিশের কয়েকটি টিমও কাজ করে। কী পরিমাণ ক্ষতি এ ঘটনায় হয়েছে সেটির তালিকা করছে ফায়ার সার্ভিস।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগুন লেগে কারও মৃত্যু হয়নি। তবে ইব্রাহিম নামে এক ব্যক্তি আগুন দেখতে এসে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।