নারায়ণগঞ্জ: বন্দর উপজেলায় মেরাজুল ইসলাম (২৩) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল আমিন (২১) নামে এক যুবক আহত হয়।
সোমবার (৩ এপ্রিল ) সন্ধ্যায় রূপালী আবাসিক এলাকায় আয়মান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় মেরাজুলকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। সেখানে পরে তার মৃত্যু হয়।
নিহত মেরাজুল ইসলাম ছালেহনগর এলাকার আজহারুল ইসলাম এজা মিয়ার ছেলে। আহত আল আমিন রুপালী আবাসিক এলাকার জাভেদ মিয়ার ছেলে। মেরাজুল ইসলাম আয়মান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক। আল আমিন এ ওয়ার্কশপে কাজ করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান নিহত মেরাজের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আলামিনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, ইফতারের সময় আয়মান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এসে ৪-৫ জনের একটি দল অতর্কিতভাবে মেরাজুল ও আল আমিনের ওপরে হামলা করে। হামলাকারীদের মুখ কাপড়ে ঢাকা ছিল। ধারালো অস্ত্র দিয়ে তাদের দুজনকে কুপিয়ে চলে যায় দুর্বৃত্তরা। পরে তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
এমআরপি/এমজে