ঢাকা: রাজধানীর মিরপুরের বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেছিল ইলিয়াস মোল্লা বস্তির বাসিন্দারা।
শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৩ টা থেকে বিকেল সোয়া ৫ টা পর্যন্ত মিরপুর ১২ নম্বর বাস স্ট্যান্ড এলাকার সড়ক অবরোধ করে রাখে তারা।
প্রত্যক্ষদর্শী মো. সোলায়মান বাংলানিউজকে বলেন, পল্লবী এলাকার সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার বাড়ির পেছনে সাত একর জমিতে ‘ইলিয়াস মোল্লা বস্তি’ নামে একটি বস্তি ও বিভিন্ন অবৈধ স্থাপনা রয়েছে। ওই বস্তি ও অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ দিয়েছে গৃহায়ন কর্তৃপক্ষ। এতে বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থার দাবিতেই তারা সড়ক অবরোধ করেছিল।
এর আগে, শনিবার সকাল ১১ টার সময় আধা ঘণ্টার জন্য বস্তিবাসীরা সড়কে নেমেছিল।
পল্লবী থানার ডিউটি অফিসার নাম প্রকাশে অনিচ্ছুক এক এসআই বলেন, পুনর্বাসনের বা বসবাসের স্থানের ব্যবস্থার দাবিতে সড়ক অবরোধ হয়েছিল। বস্তিবাসীরা বিকেল ৩ টার দিকে মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড এলাকার সড়ক অবরোধ করেছিল। তারা বিকেল সোয়া ৫টার পরে সড়ক থেকে সরে গিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।
তবে রাজউক থেকে বস্তিবাসীদের উচ্ছেদের একটি নোটিশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, অবগতির জানানো যাচ্ছে যে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ঢাক মিরপুরস্থ ৮ নম্বর সেকশনে ‘ঘ’ ব্লকের সরকারি ৭ একর জমির ওপর হতে অবৈধ দখলদার ও স্থাপনা আগামী ১২ জানুয়ারি রোববার সকাল ৯টা থেকে উচ্ছেদ করা হবে। এ সময়ের আগে এলাকা থেকে সকল অবৈধ দখলদারগণকে মালামালসহ নিরাপদে চলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
নির্দেশক্রমে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
এমএমআই/এসএএইচ