ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কালকিনিতে বোমা হামলায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
কালকিনিতে বোমা হামলায় নিহত ১

মাদারীপুর: কালকিনি উপজেলায় প্রতিপক্ষের নিক্ষেপ করা বোমা হামলায় এক মুদি দোকানি নিহত হয়েছেন। সোমবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরদৌলতখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়ারহাট লঞ্চঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতের নাম মনির চৌকিদার (৩০)।

মনির চৌকিদার লঞ্চঘাট এলাকায় মুদি দোকানি। তার বাবার নাম রশিদ চৌকিদার। তাদের বাড়ি মিয়ারহাট লঞ্চঘাট এলাকায়।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চরদৌলতখান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান চাঁন মিয়া শিকদারের সঙ্গে ওই ইউপির পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও ইউপি নির্বাচনে জয়-পরাজয় নিয়ে দুপক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটেছে। এরই জেরে মিলন মিয়ার সমর্থক মুদি দোকানি মনির চৌকদার সোমবার ইফতারি শেষ করে এশার নামাজ পড়তে স্থানীয় একটি মসজিদে যান। নামাজ শেষ করে দোকানে ফেরার পথে মনিরকে লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে চান মিয়ার পক্ষের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, বোমা বিস্ফোরণে একজন মারা গেছেন। ঘটনার পরেই আমরা ঘটনাস্থলে যাই। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।