ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কারওয়ান বাজারে অবসরপ্রাপ্ত চিকিৎসকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
কারওয়ান বাজারে অবসরপ্রাপ্ত চিকিৎসকের আত্মহত্যা ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভবন থেকে অবসরপ্রাপ্ত চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. মনোয়ারুল হক।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান।

তিনি বলেন, আজ (৪ এপ্রিল) দুপুরে  কারওয়ান বাজারে অবসরপ্রাপ্ত চিকিৎসক মো. মনোয়ারুল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই চিকিৎসক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভবনের অফিসার আবুল কালামের টেবিলের সামনের সিলিং ফ্যানে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেন। সে সময় আবুল কালাম জোহরের নামাজ আদায় করতে বাইরে গিয়েছিলেন।

ওসি অপূর্ব হাসান আরও বলেন, এখন ব্যস্ত আছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানাব।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এমএমআই/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।