ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় পানি উৎপাদনকারী দুই কারখানা সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
চুয়াডাঙ্গায় পানি উৎপাদনকারী দুই কারখানা সিলগালা

চুয়াডাঙ্গা: বিএসটিআইর লাইসেন্স না থাকায় চুয়াডাঙ্গায় পানি উৎপাদনকারী দুই  কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে সদর উপজলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, বিএসটিআইয়ের খুলনা বিভাগীয় সহকারী পরিচালক নায়ের আওসাফ। সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশসহ সংশ্লিষ্টরা।

চুয়াডাঙ্গা সদর উপজলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার লাইফ ওয়াটার ও চাঁনমারি মাঠ এলাকার অ্যাকোয়া ওয়াটার কারখানায় অভিযান চালানো হয়। তারা দীর্ঘদিন ধরে পানি প্রক্রিয়াজাতকরণ করে জারের মাধ্যমে পানি বিক্রি করে আসলেও তাদের প্রতিষ্ঠানের বিএসটিআই অনুমোদন বা লাইসেন্স পাওয়া যায়নি। ফলে তারা অবৈধ পন্থায় পানির ব্যবসা করে আসছিল বলে প্রমাণিত হয়।  

এই অপরাধে প্রতিষ্ঠান দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।