ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

স্বামীর পাতা ফাঁদে প্রাণ গেল স্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, এপ্রিল ৫, ২০২৩
স্বামীর পাতা ফাঁদে প্রাণ গেল স্ত্রীর

বরিশাল: বোরো ক্ষেতের ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন সোহরাব মীর নামের এক কৃষক। আর স্বামীর সেই পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন স্ত্রী রাশিদা বেগম (৫০)।

বুধবার (৫ এপ্রিল) সকালে বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত আহম্মেদকাঠী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির পাশে বোরো ক্ষেতে মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন কৃষক সোহরাব মীর। আজ সকাল ছয়টার দিকে সোহরাবের স্ত্রী রাশিদা ধানক্ষেতের পাশে লাউ গাছে লাউ আনতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাশিদাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।