ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

কুকুরের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়িচাপায় পুলিশ সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
কুকুরের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়িচাপায় পুলিশ সদস্য নিহত

বাগেরহাট: বাগেরহাটে কুকুরের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গাড়িচাপায় জাকারিয়া (২৬) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন মুজাহিদ নামে আরও এক পুলিশ সদস্য।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজের আপাবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।  

নিহত জাকারিয়া বাগেরহাট পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার বাড়ি খুলনা জেলার তেরখাদা উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলে প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, মোংলা ইপিজেড থেকে দায়িত্বপালন শেষে ব্যক্তিগত মোটরসাইকেলযোগে বাগেরহাটে আসছিলেন জাকারিয়া ও মুজাহিদ। পথিমধ্যে আপাবাড়ি নামক স্থানে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়েন দুজন। এসময় দ্রুতগতির একটি গাড়ি এসে কনস্টেবল জাকারিয়াকে চাপা দেয়। এতে কনস্টেবল জাকারিয়া গুরুতর আহত হন। পরে দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে জাকারিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।