ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিনাক্ষীর ঘরে পাওয়া গেল ৪ কেজি গাঁজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
মিনাক্ষীর ঘরে পাওয়া গেল ৪ কেজি গাঁজা

নড়াইল: নড়াইলের নড়াগাতীতে চার কেজি গাঁজাসহ মিনাক্ষী বেগম (৩২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে নড়াগাতী থানার চোরখালী আশ্রয়ণ প্রকল্প-১ এলাকায় তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

মিনাক্ষী ওই গ্রামের উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী।

পুলিশ জানায়, আশ্রয়ণ প্রকল্পে বসবাস করা ওই নারী মাদক কেনাবেচার সঙ্গে জড়িত এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তার ঘরের মধ্যে একটি ব্যাগে থাকা চার কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন নড়াগাতী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হুসাইন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বাংলানিউজকে বলেন, আটক ওই নারীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।