ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে হাইটেক পার্কে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
সিলেটে হাইটেক পার্কে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

সিলেট: সিলেটে বঙ্গবন্ধু হাইটেক পার্কের ভিতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জফির মিয়া (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (০৮ এপ্রিল) দুপুরে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে হাইটেক পার্কের ভেতর ২নং কালভার্টে নির্মাণ কাজের সময় ওই শ্রমিকের মৃত্যু হয়।

মৃত মো. জফির মিয়া (৫০), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে সিলেট জেলা পুলিশের পরিদর্শক (সহকারি মিডিয়া কর্মকর্তা) শ্যামল বণিক জানান, শ্রমিক জফির আলী দুপুরের দিকে বিদ্যুতায়িত হলে তাকে
উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৫ এপ্রিল ০৮, ২০২৩
এনইউ/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।