ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পহেলা বৈশাখ থেকে ভূমি উন্নয়ন কর দিতে হবে শুধু অনলাইনে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
পহেলা বৈশাখ থেকে ভূমি উন্নয়ন কর দিতে হবে শুধু অনলাইনে

ঢাকা: পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) থেকে সারা দেশে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করবে ভূমি মন্ত্রণালয়। এদিন থেকে ভূমি উন্নয়ন কর ক্যাশে (নগদ) নয়, জমা দিতে হবে শুধুমাত্র অনলাইনে।

 

শনিবার (০৮ এপ্রিল) ভূমি মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।  

মন্ত্রণালয় জানায়, আগামী ১ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ (১৪ এপ্রিল) থেকে ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ বাধ্যতামূলক। ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে land.gov.bd ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, কোনো জমি ভোগ দখলের সুবিধা গ্রহণের জন্য সরকারকে প্রতি শতাংশ জমির জন্য বছর ভিত্তিক যে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করতে হয় তাকেই ভূমি উন্নয়ন কর বলে। ভূমি উন্নয়ন কর দেয়ার পর দাতা দাখিলা পাওয়ার অধিকার লাভ করেন। দাখিলা দেয়া না হলে তা অধ্যাদেশের লংঘন হবে।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
জিসিজি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।