ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল ও মোবাইল ছিনতাই

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে ব্যারিকেড দিয়ে দুই যুবকের মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (৮ এপ্রিল) দিবাগত রাত ৯টায় বিবিরপাড় তলাব এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় মোটরসাইকেল ছাড়াও দুই যুবক থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয় ডাকাত দল।

ভুক্তভোগীরা হলেন -  আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জুয়েল মিয়া ও ওয়াদুদ মিয়া।

বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত দল চলে যাওয়ার পর এলাকাবাসী গিয়ে তাদের উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগীরা জানিয়েছেন, বানিয়াচংয়ে ইফতার শেষে বাড়ি ফিরছিলেন। রাত ৯টায়  বিবিরপাড় তলাব এলাকায় পৌঁছালে মুখোশধারী ডাকাত দল সড়কে ব্যারিকেড দিয়ে তাদের আটকায়। এরপর দুইজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত ও পা বেঁধে সঙ্গে থাকা ১টি ইয়ামাহ এফজেড মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।