ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে আদিবাসীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে আদিবাসীদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ: আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উন্নয়ন নীতিমালা-২০১২’র বাস্তবায়নসহ আদিবাসীদের জমি, জলাধার, সমাধিস্থান রক্ষা, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইন ১৯৫০’র ৯৭ ধারার যথাযথ প্রয়োগসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে চাঁপাইনবাবগঞ্জের সমতলের জেলা ও উপজেলার আদিবাসী সংগঠনগুলো।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ও জেলা-উপজেলার বিভিন্ন আদিবাসী সংগঠন সমূহ এ মানববন্ধনের আয়োজন করে।

উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির তথ্য-যোগাযোগ ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম মানববন্ধনে লিখিতভাবে ৮ দফা দাবি তুলে ধরেন।  

উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমুর সভাপতিত্বে এ সময় দাবি দাওয়া নিয়ে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- আদিবাসী নেতা মনিকা সরেন, দানিয়েল হাঁসদা, সন্তোষ টুডু ও অ্যাডভোকেট প্রভাত টুডু।  

পরে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের কাছে স্মারকলিপি প্রদান করেন আদিবাসী নেতারা।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।