ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

১০০ টাকার জন্য বিবাদে বন্ধুকে হত্যা, ঘাতক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
১০০ টাকার জন্য বিবাদে বন্ধুকে হত্যা, ঘাতক গ্রেফতার

ময়মনসিংহ: ময়মনসিংহ মহানগরীতে ১০০ টাকা নিয়ে হওয়া বিবাদে নাহিদ (৩০) নামে এক যুবকের তলপেটে কাঁচের টুকরো ঢুকিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার ঘাতক বন্ধু হৃদয় মিয়াকে (২৫) গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

সোমবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর আকুয়া আমজাদ বেপারি রোডস্থ মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ নগরীর আকুয়া গরুর খোয়ার মোড় এলাকার নূরু মিয়ার ছেলে।

অপরদিকে ঘাতক হৃদয় মিয়া আকুয়া দক্ষিণপাড়া দরবার শরীফ রোড এলাকার আব্দুল জলিলের ছেলে।

বন্ধুত্বের সম্পর্কে তারা একসঙ্গে চলাফেরা করতো বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ। তিনি বলেন, নাহিদের কাছে হৃদয় ১০০ টাকা পেতো। এ নিয়ে ঘটনার সময় দুইজনের মধ‍্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হৃদয় কাচের টুকরা দিয়ে নাহিদের তলপেটে আঘাত করে। এতে নাহিদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।