ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে শব্দ দূষণের দায়ে ৬ বাহনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
কিশোরগঞ্জে শব্দ দূষণের দায়ে ৬ বাহনকে জরিমানা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে শব্দ দূষণের দায়ে ৬টি যানবাহনকে ৬ হাজার ৫শ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (১০ এপ্রিল) কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা- ২০০৬ এর বিধিমালা লংঘনের দায়ে এসব জরিমানা আদায় করা হয়েছে।  

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন তারিন ও ফাতেমা-তুজ জোহরা।

এসময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায়সহ অন্যান্যরা।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার (১০ এপ্রিল) কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় শব্দ দূষণের দায়ে ৬টি যানবাহনকে ৬ হাজার ৫শ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন তারিন ও ফাতেমা-তুজ জোহরা। এছাড়াও শব্দ দূষণ রোধ কল্পে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।  

কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।