ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ২ ভাই নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
গাজীপুরে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ২ ভাই নিহত

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- গাইবান্ধা সদর থানার সরকারপাড়া এলাকার সাজু মিয়ার দুই ছেলে মেহেদী হাসান (১৫) ও ইসরাফিল (৯)।  

স্থানীয় একটি স্কুলে মেহেদী নবম শ্রেণি ও ইসরাফিল তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করতো।

গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ মিয়া জানান, সারদাগঞ্জ এলাকায় পরিবারসহ বাসা ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করেন সাজু মিয়া। কর্মস্থল থেকে দুপুরে তিনি অন্য এক ব্যক্তির মোটরসাইকেল নিয়ে বাসায় আসেন। এ সময় তার দুই ছেলে মেহেদী ও ইসরাফিল মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়। এক পর্যায়ে সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মেহেদী ও ইসরাফিল গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।