ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শটসার্কিট থেকে বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
শটসার্কিট থেকে বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিস

ঢাকা: বৈদ্যুতিক শট সার্কিটকে প্রাথমিকভাবে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বলছে ফায়ার সার্ভিস। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন মোবাইল ফোনে বাংলানিউজকে এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে। ফায়ার সার্ভিস থেকে গঠিত তদন্ত কমিটি প্রাথমিকভাবে এটাই ধারণা করছে।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।