ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে গ্রাহকের কোটি টাকা নিয়ে দুই এনজিও মালিক উধাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে গ্রাহকের কোটি টাকা নিয়ে দুই এনজিও মালিক উধাও সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে কয়েকশ গ্রাহকের প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়েছে অনিবন্ধিত ও অবৈধ ক্ষুদ্র ঋণদানকারী ভুয়া এনজিও সজাগ দারিদ্র্য উন্নয়ন সংস্থার দুই মালিক ইরানী খাতুন ও মাসুদ রানা।  

এক লাখ টাকা জামানত রাখলে মাসে লাভ দেওয়া হবে ১৩৫০ টাকা।

যখন ইচ্ছে চাইলেই টাকা ফেরত পাওয়া যাবে। ৭ বছর মেয়াদে টাকা রাখলে পাওয়া যাবে জামানতের দ্বিগুন। এমন লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে টাকা সংগ্রহ করে তারা।

জামানতের এসব টাকা ফেরতের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গ্রাহক ও এনজিওর কর্মীরা।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে জেলা শহরের শান্তিমোড়স্থ এক গ্রাহকের বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এনজিওর দুই মালিকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জামানতের টাকা ফেরতের ব্যবস্থা করার দাবি গ্রাহকদের।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ভুক্তভোগী গ্রাহক সায়েমা খাতুন, লতা বেগম, আসলাম আলী, ইশরাত জাহানসহ অন্যান্যরা৷ 

এ বিষয়ে সজাগ দারিদ্র্য উন্নয়ন সংস্থার দুই মালিক ইরানী খাতুন ও মাসুদ রানার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এমনকি বাড়িতে গিয়েও তাদের পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।