ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাটিরাঙ্গায় মোটরসাইকেল-‌পিকআপ সংঘ‌র্ষ, কলেজছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
মাটিরাঙ্গায় মোটরসাইকেল-‌পিকআপ সংঘ‌র্ষ, কলেজছাত্র নিহত প্রতীকী ছবি

খাগড়াছড়ি: খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় মোটরসাই‌কেল-‌পিকআপ সংঘ‌র্ষে ইউনুছ (১৮) না‌মে এক ক‌লেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১২এপ্রিল) সকা‌লে উপ‌জেলার গোম‌তি ই‌উনিয়‌নের বান্দরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত ইউনুছ মা‌টিরাঙ্গা সরকা‌রি ডিগ্রি ক‌লেজের প্রথম বর্ষের ছাত্র ও‌ গোম‌তি গরগ‌রিয়ার সহেব মিয়ার ছে‌লে।

জানা যায়, মাটিরাঙ্গার বান্দরছড়া থেকে মোটরসাই‌কেল নি‌য়ে আসার সময় পিকআ‌পের সঙ্গে সংঘর্ষে চালকসহ গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার ক‌রে মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ‌্য ক‌ম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে চিকিৎসক ইউনুছ‌কে মৃত ঘোষণা ক‌রেন। অপরজন (চালক) ইয়া‌ছিনকে উন্নত চি‌কিৎসার জন‌্য চট্টগ্রাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠায়। ঘটনার পর পিকআপের চালক পলাতক।

মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আমজাদ হোসেন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।