ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় জুয়েল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এই ঘটনায় আহত মোটরসাইকেল চালক ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা ইউলুপ ক্রসিংয়ের নিচের সড়কে এই দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে পুলিশ ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১ টার দিকে জুয়েলকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেলের পিছনে বসা ছিলেন জুয়েল, চালাচ্ছিলেন আরেকজন। সে সময় একটি কাভার্ডভ্যান চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা দুজন আহত হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে জুয়েল মারা যায় ও মোটরসাইকেল চালক চিকিৎসাধীন আছেন, তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।

তিনি আরও জানান, জুয়েলের বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা চলছে। আর ঘটনার পর কাভার্ডভ্যান জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।