ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

কলেজ মাঠের গাছ কাটলেন অধ্যক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, এপ্রিল ১৫, ২০২৩
কলেজ মাঠের গাছ কাটলেন অধ্যক্ষ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি কলেজে ২৫ বছরের পুরাতন গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে।

শনিবার (১৫ এপ্রিল) সরেজমিনে আড়াইহাজারের উচিৎপুরা এলাকার হাজী বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের মাঠের এসব গাছ কেটে বিক্রির জন্য রাখা হয়েছে দেখতে পাওয়া যায়।

দীর্ঘদিনের পুরাতন এসব গাছ কাটায় তীব্র ক্ষোভ বিরাজ করছে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে।

কলেজের সূচনালগ্ন থেকে এ গাছগুলো এখানে বেড়ে উঠেছে। যুগের পরিক্রমায় বিভিন্ন কিছুর পরিবর্তন হলেও গাছগুলো সেই পূর্বের মতই সবাইকে ছায়া দিয়ে আসছিল। কলেজ মাঠের বিভিন্ন স্থানে গাছগুলো ছিল। তবে হঠাৎ করেই গত কয়েকদিন ধরে গাছগুলো কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে।



এ ব্যাপারে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ এম এ সালাম বলেন, আমরা নতুন ভবনসহ নানা উন্নয়ন করেছি এবং এখান দিয়ে নতুন ভবনে যাওয়ার একটি রাস্তা হবে। তাই গাঠগুলো কেটে ফেলা হয়েছে। যে কয়টা গাছ কাটা হয়েছে তারচেয়ে বহুগুণ বেশি গাছ লাগানো হয়েছে। এগুলো ভবন ঘেঁষা গাছ ছিল।

তবে সরেজমিনে গিয়ে অধ্যক্ষের কথার সঙ্গে বাস্তব চিত্রের মিল পাওয়া যায়নি। সেখানে দেখা যায়, গাছগুলো মাঠের মাঝ ছিল, ভবন ঘেঁষে নয়। কেটে ফেলা গাছগুলো চামুল গাছ বলে জানা যায়।

অধ্যক্ষ আরও জানান, কলেজের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েই এগুলো কেটে ফেলা হয়েছে।  

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ জানান, আমরা বিষয়টা অবগত হয়েছি এবং মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দিয়েছি, এগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কাটা হয়েছি কি না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নেবো।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।