ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে পুকুরে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর সাব্বির হোসেন (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত সাব্বির হোসেন গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের জাহিদ হোসেন ও সৌদি প্রবাসী শাবানা খাতুনের ছেলে।

রোববার (১৬ এপ্রিল) দুপুর ৩টার দিকে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পুকুরের সিঁড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুকুরের সিঁড়ির নিচে আটকে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পরিবারের লোকজন।

শিশুর বাবা জাহিদ হোসেন জানান, শনিবার (১৫ এপ্রিল) দুপুরে ছোট ভাই ও বন্ধুদের সঙ্গে স্কুলের পুকুরে গোসল করতে যায় সাব্বির। খেলতে গিয়ে পুকুরের সিঁড়ির নিচে আটকে পড়ে সাব্বির। সবাই পুকুর থেকে উঠে পড়লেও সাব্বিরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি তার বন্ধুদের নজরে ছিল না। গোসল শেষে তারা বাড়ি ফিরলেও সাব্বির বাড়ি ফেরেনি। তখন থেকে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে তার সন্দেহ হলে রোববার দুপুরের দিকে তিনি ওই পুকুরে গিয়ে ছেলের খোঁজ করতে থাকেন। এ সময় সিঁড়ির নিচে আটকে থাকা সাব্বিরের মরদেহ উদ্ধার করেন তিনি।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।