ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
করিমগঞ্জে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে মো. শরীফ (২৫) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন।  

রোববার (১৬ এপ্রিল) দিনগত রাতে উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সাদকখালী চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে।

 

নিহত মো. শরীফ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের উলুখলা গ্রামের আলী আকবরের ছেলে। তিনি মুদি দোকানদার ছিলেন।  

অপরদিকে অভিযুক্ত হত্যাকারী লিয়ন একই উপজেলার কাঁঠালিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুদিন আগে উপজেলার সাদকখালী চৌরাস্তা বাজারের শরীফের মুদির দোকানে গিয়ে কিছু মালামাল কেনেন লিয়ন। মালামাল নিয়ে বাড়ি ফেরার সময় নিজের মোবাইল ফোন খুঁজে না পাওয়ায় লিয়ন ফোনের ব্যাপারে শরীফকে জিজ্ঞেস করেন। এতে শরীফ ও লিয়নের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে রোববার দিনগত রাত ৯টার দিকে দোকানে গিয়ে শরীফের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান লিয়ন। পরে স্থানীয় লোকজন আহত শরীফকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ প্রসঙ্গে করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বাংলানিউজকে জানান, কেন হত্যাকাণ্ডটি ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। অভিযুক্ত লিয়নকে ধরতে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।