ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফিরতি টিকিটেও কাটতি বেশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
ফিরতি টিকিটেও কাটতি বেশ

ঢাকা: ঈদ শেষে ঢাকায় ফেরার ট্রেনের টিকিটেও বেশ চাপ রয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হয় ফিরতি টিকিট বিক্রি।

বিক্রি শুরুর প্রথম ঘণ্টায় বিক্রি হয়ে গেছে উত্তরবঙ্গের সব টিকেট। দ্রুত শেষ হয়ে গেছে জামালপুর, নেত্রকোণা, যশোর, খুলনা, নোয়াখালী রুটের টিকিটও।  

সকাল ১০টা পর্যন্ত সিলেট ও চট্টগ্রাম রুটের ফিরতি টিকিটের ৩০ ভাগ অবিক্রিত ছিল। সিলেট রুটে চলাচলকারী চার আন্তঃনগর ট্রেন- জয়ন্তিকা, কালনী, উপবন, পারাবত এক্সপ্রেসের ৫০০ টিকিট ছিল।  

একই সময় পর্যন্ত চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা, সুবর্ণ এক্সপ্রেস, মহানগর, মহানগর প্রভাতী, তূর্ণা ও সোনার বাংলা এক্সপ্রেসের প্রায় ১২শ সিট খালি ছিল। বাংলাদেশ রেলওয়ে সূত্রে এসব তথ্য জানা গিয়েছে।  

ময়মনসিংহ ও জামালপুর রুটের ঢাকাগামী অগ্নিবীণা, ব্রহ্মপুত্র, যমুনা, জামালপুর ও তিস্তা এক্সপ্রেসের ট্রেনের টিকিটের চাহিদাও ছিল অনেক বেশি। প্রথম ঘণ্টায় বিক্রি হয়ে যায় সব টিকিট।  

রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি, পদ্মা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেসের টিকিটও সকাল ৯টার সময় শেষ হয়ে যায়।

উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড় এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকেট প্রথম এক ঘণ্টায় শেষ হয়ে যায়।  

অন্যদিকে ময়মনসিংহ-নেত্রকোণা রুটের ঢাকাগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেসের দেড় হাজার টিকেট বিক্রি হয়ে গিয়েছে।

বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির পার্টনার সহজ সিনেসিস ভিনসেন জেভির ভাইস প্রেসিডেন্ট জুবায়ের আহমেদ বলেন, এদিন ঢাকাগামী সর্বমোট ২৪ হাজার ৯৬৩টি টিকিট ছিল। সকাল সাড়ে ৮টার মধ্যেই ১৬ হাজার ৬৪৬টি টিকেট বিক্রি হয়ে যায়। যেসব টিকিট বিক্রি হয়নি, সেগুলোর বেশিরভাগই সিলেট ও চট্টগ্রামের অঞ্চলের।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩   
এনবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।