ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
ভোলায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত দুই

ভোলা: ভোলায় সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের বক্সাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা অটোরিকশার যাত্রী বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির হোসেন জানান, বোরহানউদ্দিন থেকে একটি অটোরিকশা ভোলার দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ করেছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।