ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ওয়াসার গাড়িচাপায় বৃদ্ধ নিহত, গাড়িতে অগ্নিসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
আড়াইহাজারে ওয়াসার গাড়িচাপায় বৃদ্ধ নিহত, গাড়িতে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্মাণাধীন রাস্তায় পানি ছিড়ানোর সময় ওয়াসার গাড়ির চাকায় পিষ্ট হয়ে মজিবুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।  

সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের রাইনাদী আতাদী এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

পরে উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। নিহত মজিবুর রহমান রাইনাদী আতাদী গ্রামের মৃত আজিজ ভূঁইয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে, ওই সময় ওই এলাকায় নির্মাণাধীন রাস্তায় ওয়াসার পানি ছিটানোর কাজ করছিল একটি গাড়ি। এ সময় বৃদ্ধ মজিবুর রহমান ফসলের মাঠ থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তায় উঠা মাত্র গাড়িটির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী জড়ো ও উত্তেজিত হয়ে ঘাতক গাড়িটিতে অগ্নিসংযোগ করে গাড়িটি পুড়িয়ে দেয়।

আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) নূর এ আলম জানান, সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এমআরপি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।