ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীর বহরপুর আশ্রায়ণ প্রকল্পের ৩০৬ পরিবার পেলো 'ঈদ উপহার'

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
ঈশ্বরদীর বহরপুর আশ্রায়ণ প্রকল্পের ৩০৬ পরিবার পেলো 'ঈদ উপহার'

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নে 'বহরপুর আশ্রায়ণ প্রকল্পে' ৩০৬ দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ।

সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের পাশে রামচন্দ্র বহরপুর আশ্রায়ণ প্রকল্পে সবার মধ্যে এসব 'ঈদ উপহার' দেওয়া হয়।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিবুর, ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশবসহ স্থানীয় প্রবীণ আওয়ামী লীগ নেতা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ বাংলানিউজকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ভূমিহীনদের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। আমি ঈদের আনন্দটা ভাগাভাগি করতে হতদরিদ্র ৩০৬ পরিবারের মধ্যে ঈদের উপহার তুলে দিলাম। এর মধ্যমে আমি আমার কর্তব্য পালন করেছি শুধু।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।