ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে শেষ সময়ে জমে উঠেছে ঈদ মার্কেট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
ঝালকাঠিতে শেষ সময়ে জমে উঠেছে ঈদ মার্কেট

ঝালকাঠি: ঝালকাঠিতে শেষ সময়ে জমে উঠেছে ঈদ বাজার। পোশাকের দোকানগুলোতে রমজানের শেষ সময়ে চলছে বেচাকেনা।

ঈদ বাজারে দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা। তবে গুণগত মানের কারণে দাম বেশি পড়ছে বলে দাবি করেছেন বিক্রেতারা।

রুচিশীল পোশাক-পরিচ্ছদে প্রাচীন বন্দর ঝালকাঠির মানুষ বরাবরই ঢাকার সঙ্গে পাল্লা দিয়ে চলে। তাই ঈদ আয়োজনের কমতি নেই এ জেলায়। রমজামের শেষ সময়ে ঈদ বাজারে ক্রেতাদের ঢল নেমেছে।

পছন্দের পোশাকের মধ্যে মেয়েদের বিশেষ আকর্ষণ বাবা ড্রেস। পাশাপাশি সিল্ক ও সুতির থ্রিপিসসহ রঙ বেরঙের শাড়ির চাহিদা রয়েছে। ছেলেদের পাঞ্জাবি, টিশার্টসহ আকর্ষণীয় পোশাকও রয়েছে বিভিন্ন শপিংমলে।

জামা কাপড়েরর সঙ্গে বেড়েছে জুতার বেচাকেনা। তবে এ বছর দাম যেন আকাশ ছোঁয়া। পছন্দের পোশাকের দাম নাগালের বাইরে থাকলেও ঈদে নতুন পোশাক কিনতে তো হবেই। বিগত বছরগুলোর তুলনায় দাম একটু বেশি।

বিক্রেতারা জানান, আকর্ষণীয় পোশাকের একটু দাম বেশি পড়াটা স্বাভাবিক। গুণগত মান বিচারে দাম হেরফের করছে। এ বছর বেচাকেনা অনেকের কাছে ভালো হলেও কেউ কেউ বলছেন উচ্চ দামের কারণে ক্রেতারা পছন্দের পোশাক কিনতে পারছেন না। ঈদ যতোই ঘনিয়ে আসছে দিন রাত ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রেতা-বিক্রেতার। রোজার শেষ দিকে এখন পা রাখারাও জায়গা নেই শহরের পোশাক মার্কেটগুলোতে। তবে বিগত বছরগুলোর তুলনায় মানুষের চাপ কিছুটা হলেও কম দেখা যাচ্ছে।

ক্রেতারা জানান, পছন্দের অনেক পোশাক আছে মার্কেটে। কিন্তু দাম অনেক বেশি। কেনার ক্ষমতা হারিয়ে ফেলেছি। অনেক মার্কেট ঘুরে দেখেছি, পরিবারের জন্য প্রয়োজন অনুযায়ী পোশাক কিনেছি।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।