ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হত্যার ১৬ বছর পর ফাঁসির আসামিকে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
হত্যার ১৬ বছর পর ফাঁসির আসামিকে গ্রেপ্তার গ্রেপ্তার ইসমাইল

ঢাকা: কুমিল্লার দেবিদ্বার এলাকায় টাকার লোভে বন্ধু শাজাহানকে নৃশংসভাবে হত্যার ১৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. ইসমাইলকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। তিনি কুমিল্লা জেলার চান্দিনা থানার নীত্ততলা গ্রামের মো. বাচ্চু মিয়ার (বাবুর্চি) ছেলে।

বুধবার (১৯ এপ্রিল) র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০০৬ সালে কুমিল্লার দেবিদ্বার থানাধীন এলাকায় ভুক্তভোগী শাজাহান রিকশা কেনার জন্য বাড়ি থেকে চার হাজার টাকা নিয়ে বের হন। তিনি রিকশা কিনতে বন্ধু কবির এবং শাজাহানকে সঙ্গে নিয়ে যান।

তখন ইসমাইল কৌশলে কবিরকে অন্য একটি স্থানে পাঠিয়ে দেন। এরই সুযোগে রিকশা কিনতে যাওয়ার পথে ইসমাইল ইট দিয়ে শাজাহানের মাথায় আঘাত করেন। এতে শাজাহান অজ্ঞান হয়ে পড়লে তার কাছ থেকে টাকা লুট করে পালিয়ে যান ইসমাইল।

জিজ্ঞাসাবাদে আসামি আরও জানিয়েছে, শাজাহান বাড়িতে না ফেরায় তার পরিবার খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে ভুক্তভোগীর স্ত্রী আমেনা বেগম অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে মো. কবির এবং ইসমাইলকে আসামি করে আদালতে একটি চার্জশিট দাখিল করে তদন্ত কর্মকর্তা। পরে  কবির এবং ইসমাইল আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার হন। কিছুদিন পর জামিনে মুক্ত হয়ে কবির নিয়মিত আদালতে হাজিরা দিতে থাকেন এবং ইসমাইল হাজিরা না দিয়ে পলাতক ছিলেন।

পরে মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালে (১৬ বছর) আসামি ইসমাইলের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেন আদালত। আর অপর আসামি কবির নির্দোষ প্রমাণ হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।