ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাতভর যানজটের পর সকালে ফাঁকা সাভারের সড়ক-মহাসড়ক

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
রাতভর যানজটের পর সকালে ফাঁকা সাভারের সড়ক-মহাসড়ক

সাভার (ঢাকা): বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেল থেকে ঘরমুখো মানুষের চাপে সাভারের সড়ক-মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। রাত শেষে সকাল থেকে ফাঁকা যাচ্ছে এই সড়কগুলো, নেই কোনো যানজট।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৮টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর, জিরানী ও বাইপাইল অংশে এ অবস্থা দেখা গেছে।

এছাড়া ঢাকা-আরিচা মহাসড়ক ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়ক উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল একদম কম দেখা গেছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাংলানিউজকে বলেন, আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল গতরাত। রাতে মোটামুটি ভালোই গাড়ির চাপ ছিল। এখন আবার সড়ক একদম ফাঁকা। আসলে সবাই রাস্তায় এক সঙ্গে বের হয়ে আসায় গতকাল রাতে সড়কে গাড়ির বাড়তি চাপ ছিল।

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এসএফ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।