ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

শিবপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
শিবপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ২৫

নরসিংদী: নরসিংদীর শিবপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মনির হোসেন (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ২৫ জন।

এদের মধ্যে ৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।  

শুক্রবার (২১ এপ্রিল) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার কারারচরে বৈশাখী স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন কিশোরগঞ্জ জেলার দুলাল হোসেনের ছেলে।

আহতরা হলো- কেয়া আকতার (২২), আমিনুল ইসলাম (৩৭), সালাউদ্দিন (৩৫), আকতার (৪০), জোয়া (৩০), হেদায়েত উল্লাহ (১১), অনামিকা (২২), নাদিয়া (৫০), কাদির (৩৩), মমতাজ আলী (৬৫), শিল্পী (৩৫), তামান্না (১৯) কামরুল (২০), হনুফা (৩৮), নূর মোহাম্মদ (২৫), আলমগীর (২৭), বাবুল মিয়া (২৬),  ইমন (১৪), সাদীর (৩৮), নূরুল ইসলাম (১৯), ইয়াছিন (১৬) ও  মাহিদুল (১৮)। এরা সবাই কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকালে গাউছিয়া থেকে শ্রমিকবাহী একটি মিনিবাস গাউছিয়া থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। আর সিলেট থেকে যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাস ও মিনিবাস ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কারারচরে বৈশাখী স্পিনিং মিলের সামনে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ইটাখলাগামী মুরগিবাহী একটি ভ্যানও পেছন থেকে মিনিবাসকে ধাক্কা দেয়। এতে বাস ও মিনিবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় প্রায় ২৬ জন যাত্রী আহত হয়। পরে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে গেলে মনির হোসেনকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। এদের মধ্যে ৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নরসিংদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, আমরা ৯৯৯ এবং স্থানীয়দের ফোনের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করি। এসময় স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ও বাকি ২১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ইটাখলা হাইওয়ে পুলিশের পরিদর্শক নূর হায়দার তালুকদার বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুইটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।