ঢাকা: দিনের তীব্র তাপদাহের পর অবশেষে রাজধানীর বিভিন্ন এলাকায় নেমে এসেছে স্বস্তির বৃষ্টি। একইসঙ্গে শুরু হয় ঝড়ো হওয়া।
শুক্রবার (২১ এপ্রিল) বিকেল ৫টার পর থেকেই ভারী হতে থাকে রাজধানীর আকাশ। সাড়ে ৫টার দিকে দমকা হাওয়ার সঙ্গে নামে বৃষ্টি। আজ অন্যান্য দিনের মতোই সকাল থেকে রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলজুড়ে রোদ ছিল। সঙ্গে ভ্যাপসা গরমের অনুভূতি ছিল।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৪০ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি কমে গেছে।
বৃহস্পতিবার রাজধানীর তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ তা কমে হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, তাপমাত্রা কমছে। এ প্রবণতা আজ থেকে শুরু হয়েছে। এটি কয়েক দিন থাকবে।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এএটি