ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিসিক নির্বাচনে বিএনপির প্রার্থী এক তৃতীয়াংশ: পররাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
সিসিক নির্বাচনে বিএনপির প্রার্থী এক তৃতীয়াংশ: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপি প্রকাশ্যে অংশ না নিলেও তাদের প্রার্থী এক তৃতীয়াংশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেছেন, সিলেট সিটির ৪২টি ওয়ার্ডে প্রায় ৪শ’র অধিক বিএনপি নেতাকর্মী প্রার্থী হচ্ছেন।

এটা খুবই সুখের বিষয়।

শনিবার (২২ এপ্রিল) সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে মন্ত্রী এসব কথা বলেন।

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে ভোটের মাধ্যমে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রায় দেবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে তিনি বলেন, আশা করছি দ্রুত সব রোহিঙ্গা তাদের দেশে ফিরবে। এ বিষয়ে বিশ্বের সব দেশের সহযোগিতা চাওয়া হয়েছে।

এদিকে নগরের শাহী ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তার দল নির্বাচনে যাবে না। অবশ্যই নগরের মানুষজনের সঙ্গে কথা বলে দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
এনইউ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।