ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে তিনজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে তিনজনের মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পৃথক এলাকায় বিষাক্ত অ্যালকোহল পান করে তিনজন মারা গেছেন। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন আরও ৫জন।

 

সোমবার (২৪ এপ্রিল) ভোর এবং সকালে কুষ্টিয়া জেনারেল হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।  

তারা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপলোর রকিবুল আলমের ছেলে সিফাত (২৭), মিরপুর উপজেলার মশান বারুইপাড়া এলাকার হানিফের ছেলে রতন (২১) এবং সদর উপজেলার আইলচারা এলাকার হারুন অর রশিদের ছেলে শাহিন (৪৭)।

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার।

তিনি বলেন, রোববার (২৩ এপ্রিল) রাতে বিষাক্ত অ্যালকোহল পান করে ৮ জন অসুস্থ হয়ে রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে ৩জন মারা যায়। উন্নত চিকিৎসার জন্য ২জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৫ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কজনক।

উল্লেখ্য, কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে এমন মৃত্যু প্রায় প্রতি বছরই ঈদ ও দূর্গাপূজায় ঘটে। তবে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন ব্যবস্থা নিতে কখনো চোখে পড়ে না।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।