ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দমকল বাহিনীর সুপারিশ বাস্তবায়নে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
দমকল বাহিনীর সুপারিশ বাস্তবায়নে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান

ঢাকা: ঝুঁকিপূর্ণ মার্কেট চিহ্নিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর যে সুপারিশ করেছে, তা বাস্তবায়নে সর্বোচ্চ আইন ও শক্তি প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ মার্কেট নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জরিপ করে যে সিদ্ধান্ত দিয়েছে, যে সুপারিশ দিয়েছে, তা বাস্তবায়ন করার জন‌্য সর্বোচ্চ আইন ও শক্তি প্রয়োগ করা হবে। এখন ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বেড়েছে। উন্নত বিশ্বেও অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়। হতাশ হওয়ার কিছু নেই। উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে সক্ষমতা বাড়ছে।

তিনি বলেন, বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন পর্যায়ের মানুষের সহায়তায় ছয় ঘণ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। সেখানে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট ও ৭২২ জন ফায়ার সার্ভিসকর্মী আগুন নেভানোর কাজ করেছেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, এবার ঈদের জামাতের পর কোলাকুলির দীর্ঘ লাইন ছিল। এবারের মতো লম্বা লাইন আগে কখনো দেখিনি। বুঝা গেল, এবার সবার মনে আনন্দ আছে। বিশ্ব মন্দা ও আর্থিক সংকটের মধ‌্যেও আমাদের দেশের মানুষের সামর্থ‌্য কিছুটা বেড়েছে। এটি আমাকে আনন্দ দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
জিসিজি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।