ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, এপ্রিল ২৪, ২০২৩
সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরায় বজ্রাঘাতে সুমন সরদার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের ঘরচালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমন সরদার ওই গ্রামের ভুট্টু সরদারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানী সুমন সরদারের পরিবারের বরাত দিয়ে বলেন, সুমন ঢাকায় থেকে পড়ালেখা করে। ঈদের দুদিন আগে সে বাড়ি এসেছে। আজ দুপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে সুমন নিজেদের উঠানে রৌদ্রে শুকাতে দেওয়া কাঠ ঘরে তুলছিল। হঠাৎ উঠানের একটি নারকেল গাছে বজ্রপাত হয়। এসময় মাত্রারিক্ত তাপে এর পাশেই থাকা সুমনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, সাতক্ষীরা সদর থানা পুলিশকে জানিয়ে তার মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।