ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
বগুড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

বগুড়া: জেলার শাজাহানপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মিষ্টি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার চোপিনগর ইউনিয়নের বড়পাথার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিষ্টি ওই গ্রামের রঙ মিস্ত্রি আমিনুর ইসলামে মেয়ে ও স্থানীয় এক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে মিষ্টি, আনপোনা ও ইশা নামের তিন শিশু গোসল করতে যায়। এ সময় মিষ্টি ও আনপোনা পুকুরের পানিতে ডুবে যায়। তখন ইশা পুকুর থেকে ওপরে ওঠে চিৎকার করলে স্থানীয়রা আনপোনাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। এরপর প্রায় ১৫ মিনিট পর মিষ্টির মরদেহ উদ্ধার করা হয়।  

চোপিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু জানান, বাড়ির পাশের পুকুরে তিন শিশু গোসল করতে গিয়েছিল। এক পর্যায়ে দুই শিশু পানিতে ডুবে গেলে একজনকে জীবিত ও মিষ্টি নামে এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।