ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

২৬ বছর পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
২৬ বছর পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

নারায়ণগঞ্জ: দীর্ঘ ২৬ বছর ধরে পলাতক থাকার পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামাল উদ্দিনকে (৫৫) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

মঙ্গলবার (২৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

তিনি বলেন, ২৫ এপ্রিল ভোরে ঢাকার মোহাম্মদপুর থানাধীন আকনগলি এলাকা হতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন শরীফপুর এলাকার বাসিন্দা মৃত চাঁদু মিয়ার ছেলে জামাল উদ্দিনকে (৫৫) আটক করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটক আসামি জামাল উদ্দিন (৫৫) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন শরীফপুর এলাকার বাসিন্দা। তিনি তার অন্যান্য সহযোগীদের সহায়তায় ১৯৯৭ সালের ৬ ফেব্রুয়ারি চৌমুহনী স্টেশন রোড থেকে মাইক্রোবাসযোগে চৌমুহনী পৌরসভার গণিপুর গ্রামের মুক্তিযোদ্ধা সামছুল হকের ছেলে ফজলুল হককে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেন। এ ঘটনায় ভিকটিমের পিতা মুক্তিযোদ্ধা সামছুল হক বাদী হয়ে আটক আসামি ও তার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

মামলা তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি অভিযোগপত্র দাখিল করেন। যাতে তারা প্রকাশ করেন যে, আটক আসামি ও তার অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজশে ভিকটিম ফজলুল হককে হত্যা করে তার মরদেহ গুম করেছে রেখেছেন। আটক আসামি মামলা দায়েরের পর থেকে দীর্ঘ ২৬ বছর দেশের বিভিন্ন স্থানে সু-কৌশলে পলাতক ছিল।  

২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি আটক আসামি জামাল উদ্দিনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। আটক আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।