ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

এখনো অনেকে ঢাকা ছাড়ছে, ফিরতি চাপ নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৭, এপ্রিল ২৬, ২০২৩
এখনো অনেকে ঢাকা ছাড়ছে, ফিরতি চাপ নেই এখনো ট্রেনে ঢাকা ছাড়ছে মানুষ । ছবি: ডিএইচ বাদল

ঢাকা: ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলে গেছে। তবে বেশির ভাগ স্কুল-কলেজ বন্ধ থাকার পাশাপাশি অনেকে ঈদের বাড়তি ছুটি কাটাচ্ছেন।

এ কারণেই রাজধানী থাকা অনেকটাই ফাঁকা।  

এই ছুটিকে কাজে লাগিয়ে এখনো অনেককেই ঢাকা ছাড়তে দেখা গেছে। মূলত ঈদে যারা ঢাকায় ছিলেন এবং যাদের ছুটি আছে, তারাই পরিবার নিয়ে সময় কাটাতে ঈদের পর ঢাকার বাইরে যাচ্ছেন।  

বুধবার (২৬ এপ্রিল) সকালে সরেজমিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলে এমনটি জানা গেল।

ঈদ উপলক্ষে বেড়াতে পরিবার নিয়ে রংপুর এক্সপ্রেসে যাচ্ছেন আবদুর রহমান সানি নামের এক শিক্ষার্থী। ঈদ ঢাকায় করেছেন। তবে ছুটি থাকায় এ সুযোগে আত্মীয়ের বাড়ি বেড়াতে যাচ্ছেন। সঙ্গে বাবা-মা সহ মোট পাঁচজন যাচ্ছেন।

তিনি বাংলানিউজকে বলেন, আমার ২৯ এপ্রিল পর্যন্ত বন্ধ আছে। তাই অনলাইনে টিকিট কেটে ফুপুর বাসায় বেড়াতে যাচ্ছি। প্রতিবারই ঈদের পর আমরা ফুপুর বাসায় বেড়াতে যাই। কারণ ঈদের আগে অনেক ভিড় থাকে। তাই তখন যাওয়া হয় না।  

মো ফয়সাল আহমেদ ঈদের ছুটি শেষে টাঙ্গাইল কমিউটার ট্রেনে করে জয়দেবপুর থেকে ঢাকায় এসেছেন। তিনি বাংলানিউজকে বলেন, আমি জয়দেবপুর থেকে এই ট্রেনে উঠেছি। ট্রেনে তেমন কোন ভিড় দেখিনি। আগে অনেক ক্রসিং পড়তো। ক্রসিংগুলোতে অনেক সময় আটকে থাকতে হতো। কিন্তু এবার দেড় ঘণ্টায় ঢাকায় পৌঁছেছি।

একই ট্রেনের আরেক যাত্রী ফারজানা বাংলানিউজকে বলেন, ট্রেনে যাওয়া-আসা দুটোই ভালো ছিল। আগে ক্রসিংসহ নানা কিছু মিলিয়ে অনেক সময় লেগে যেতে ঢাকা পৌঁছাতে। তবে এবার এমন কিছুই হয়নি। তবে একটাই সমস্যা হয়েছে আমরা গিয়েছিলাম একসঙ্গে সাতজন। কিন্তু ঢাকায় এসেছি চারজন। কারণ অনলাইনে এখন একসঙ্গে চারজনের বেশি টিকিট পাওয়া যায় না। তাই বাবা ও দুই ভাই টাঙ্গাইল রয়ে গেছে। তারা পরে আসবে।  

বাংলাদেশ রেলওয়ে ঢাকার স্টেশন মাস্টার মো. আফছার উদ্দিন বাংলানিউজকে বলেন, আজও ৫৪ জোড়া ট্রেন চলাচল করছে। এদের মধ্যে দুটি ট্রেন হচ্ছে ঈদ উপলক্ষে স্পেশাল ট্রেন। বেলা ১১টা পর্যন্ত ঢাকায় ২০টি ট্রেন এসেছে এবং ছেড়ে গেছে। যার মধ্যে ছয়টি লোকাল ট্রেন এবং ১৪টি আন্তঃনগর ট্রেন।  

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ২৬ এপ্রিল ২০২৩
ইএসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ