ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

বকশীগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
বকশীগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবনের ছাদ থেকে পড়ে আরিফ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে বকশীগঞ্জ সদর ইউনিয়নের মালির চরমৌলভী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আরিফ ওই পাড়ার সোনা মিয়ার ছেলে।  

আরিফের বাবা সোনা মিয়া জানান, গতকাল বুধবার (২৬ এপ্রিল) রাতের খাবার খেয়ে আরিফ মোবাইলফোন নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়ি ফিরেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজনের কাছে শুনতে পান, নির্মাণাধীন স্কুল ভবনের সামনে ছেলে আরিফের মরদেহ পড়ে আছে।  

বকশীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর কবির আলমাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।