ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বসতবাড়িতে আগুন, হামলায় আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বসতবাড়িতে আগুন, হামলায় আহত ২

দিনাজপুর: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় বাধা দিতে গেলে তাদের হামলায় আহত হয়ে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন- পলাশবাড়ী গ্রামের বাসিন্দা মানিক হোসেন ও তার স্ত্রী শিরিনা আক্তার।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে মানিক হোসেনের মেয়েকে প্রেমের প্রস্তাব দেয় একই ইউনিয়নের ঝলঝলি গ্রামের আব্দুল রশিদের ছেলে বাবু। মানিকের মেয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে বিভিন্নভাবে রাস্তা-ঘাটে উত্ত্যক্ত করতে থাকে বাবু। কিছুদিন আগে উত্ত্যক্ত করার সময় বাবুকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা।

আহত মানিক হোসেন জানান, স্থানীয়দের দেওয়া গণপিটুনির জেরে বাবু, মমতাজ আলীর ছেলে আলমগীর হোসেন, মোহাম্মদ আলীর ছেলে ওসমান আলীসহ প্রায় ১০ জনের একটি দল আমাদের বাসায় হামলা চালায়। তাদের বাধা দিলে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক জানান, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরদ্ধে চুরিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তারা সরাসরি চুরিসহ নানান অপকর্মের সঙ্গে জড়িত। চুরির অপরাধে তাদের একাধিকবার পুলিশ আটক করেছিল। এ ঘটনার ৩০ মিনিট আগে বাবুর ফুফা ওসমান আলী আমাকে মোবাইলে নানা ধরনের হুকুমি দেয়। তাদের অপকর্মে আমরা উদ্বিগ্ন ও আতঙ্কিত।

এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার (ওসি) জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। ভুক্তভোগীরা যদি অভিযোগ করেন তাহলে তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩

আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।