ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ কেজি গাঁজাসহ তিন নারী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ কেজি গাঁজাসহ তিন নারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া: জেলার নাসিরনগরে ১৫ কেজি গাঁজাসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার গোর্কণ ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকা প্রসাদ গ্রামের সোহেল মিয়ার স্ত্রী আমেনা বেগম (৩৫), একই উপজেলার ভৈরবপুর গ্রামের মৃত বিল্লাল মিয়ার স্ত্রী রাশেদা বেগম (৬০) ও জারু মিয়ার স্ত্রী লাকী বেগম (২৮)।

নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ বেড়িবাঁধ থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।