ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

 

শুক্রবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টায় লম্বাশিয়া ২-ইস্ট রোহিঙ্গা শিবিরে এ আগুন লাগার ঘটনা ঘটে।

রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুন অর রশীদ জানান, রাত সাড়ে ১০টায় উখিয়া উপজেলার লম্বাশিয়া ২-ইস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে এ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করতে পারেননি ।

ছৈয়দ হারুন অর রশীদ বলেন, আশ্রয় শিবিরের জনৈক রোহিঙ্গার বসতঘরে আকস্মিক আগুন লাগে। এতে আগুন মুহুর্তে আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অর্ধশতাধিক বসত ঘর পুড়েছে বলে জানা গেছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এখনো পুরোপুরি আনা সম্ভব হয়নি।  

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এসবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।