ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

৩ হাজার ইয়াবা ট্যাবেলেটসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
৩ হাজার ইয়াবা ট্যাবেলেটসহ আটক ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ৩ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. জুনাইদ (২০) ও তবারক হোসেন (২২) নামে দুজনকে আটক করেছে র‌্যাব-১১।

শুক্রবার (২৮ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১১ এর সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার এ কে এম মুনিরুল আলম।

২৭ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চর সৈয়দপুর গুদারাঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় কক্সবাজার সদর মডেল থানা এলাকার পাহাড়তলীর মৃত ইব্রাহিমের ছেলে মো. জুনাইদ ও টেকনাফের লেদা টাওয়ার এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে তবারক হোসেনকে আটক করা হয়।
আটক আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এমআরপি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।