ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

বৈদ্যুতিক তারে প্লাস্টিকের কভার লাগাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৯:২৮ এএম, এপ্রিল ২৯, ২০২৩
বৈদ্যুতিক তারে প্লাস্টিকের কভার লাগাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু 

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়ায় বিদ্যুৎ সংযোগের তারে প্লাস্টিক কভার লাগাতে গিয়ে আবু সালাম (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৮ এপ্রিল) দিনগত রাতে নড়িয়া থানা ওসি (তদন্ত) আবীর হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে বিকাল ৫টার দিকে উপজেলার নশাসন ইউনিয়নের চৌকিদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু সালাম স্থানীয় আবু হাসেম বেপারীর ছেলে ও ডগ্রি ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পার্শ্ববর্তী আম গাছের কারণে ঝড় তুফান হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে আবু সালামদের বাড়িতে বিদ্যুৎ না থাকায় সে নিজ উদ্যোগে আম গাছে উঠে বৈদ্যুতিক তারে প্লাস্টিকের কভার লাগানোর চেষ্টা করে। কিন্তু বিদ্যুৎলাইন চলমান থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। তারপর 
আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নড়িয়া থানা ওসি (তদন্ত) আবীর হাসান বলেন, আবু সালামের মৃত্যুর বিষয়টি দুঃখজনক। তবে পুলিশ অবগত হওয়ার আগেই তাকে দাফন করা হয়েছে। তার পরিবারের কারও প্রতি কোনো অভিযোগ নেই।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এসএম

বাংলাদেশ সময়: ৯:২৮ এএম, এপ্রিল ২৯, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।