ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অতিরিক্ত ভাড়া আদায়, রায়পুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
অতিরিক্ত ভাড়া আদায়, রায়পুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর থেকে সিএনজি চালিত অটোরিকশায় চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।  

এ ঘটনায় জেলা ট্রাফিক বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অটোরিকশা চালকদের জরিমানা করেছে।

 

শনিবার (২৯ এপ্রিল) ট্রাফিক ইনচার্জ ও পুলিশ সার্জেন্ট পরবীল কুমার নাথ যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল।  

তিনি জানান, সড়ক পরিবহন আইনে আটটি মামলায় অটোরিকশা চালকদের নয় হাজার টাকা জরিমানা করা হয়।  

ট্রাফিক ইনচার্জ (শহর ও যানবাহন) মো. ইকবাল পারভেজ বলেন, রায়পুর শহরে যানজট, অবৈধ পার্কিং, অবৈধ পরিবহন চলাচলে কঠোর অবস্থানে রয়েছে ট্রাফিক বিভাগ। এছাড়া অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ে চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।