ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে দণ্ডপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
রংপুরে দণ্ডপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে  ফাইল ফটো

রংপুর: রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিপ্টনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

চেক জালিয়াতি মামলায় দণ্ডপ্রাপ্ত লিপ্টনের বিরুদ্ধে কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী জানান, চেক জালিয়াতি মামলায় দণ্ডপ্রাপ্ত ও বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় কামরুজ্জামান লিপ্টনকে গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।